ইসরায়েলের পক্ষে নিউজ করে বিবিসি, অভিযোগ কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২

ছবি : সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সংস্থাটির শতাধিক কর্মী। হামাস-ইসরায়েল যুদ্ধের প্রতিবেদনগুলোতে ইসরায়েলের পক্ষে বিবিসির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তারা।
বিবিসির কর্মীরা বলেছেন, সংস্থাটি ইসরায়েলকে সুবিধা দিতে কভারেজ দিচ্ছে এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করছে।
রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বিবিসির বর্তমান মহাপরিচালক টিম ডেভি এবং সিইও ডেবোরাহ টার্নেসের কাছে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানান বিবিসির শতাধিক কর্মী।
চিঠিতে তারা ইসরায়েলের প্রতি বিবিসির পক্ষপাতিত্বকে সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি অবহেলা বলে উল্লেখ করেছেন। তারা দাবি করেন, ‘ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তা না হলে ফিলিস্তিনিদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে।’
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে বিবিসির ১০০ জনেরও বেশি কর্মীর পাশাপাশি দুই শতাধিক সংবাদকর্মী, ইতিহাসবিদ, অভিনেতা ও রাজনীতিবিদ স্বাক্ষর করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ পরিস্থিতিতে বিবিসির প্রতিবেদনে ফিলিস্তিনিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির কমতি রয়েছে।’
ইসরায়েলের দাবি যাচাইয়ের জন্য পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও বিবিসির প্রতিবেদনে সেগুলোকে সামনে নিয়ে আসার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কর্মীরা।
তারা বিবিসির কাছে কিছু নির্দিষ্ট সম্পাদনার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে ইসরায়েলি দাবির পক্ষে প্রমাণের অভাব স্পষ্ট করা, অপরাধী হিসেবে ইসরায়েলকে চিহ্নিত করা এবং পূর্ববর্তী ইতিহাসের প্রসঙ্গ যুক্ত করা উল্লেখযোগ্য।
চিঠিতে বলা হয়, ব্রিটিশ মিডিয়া সংস্থাগুলো যেমন- বিবিসি, আইটিভি ও স্কাই জনসাধারণের কাছে বেশি বিশ্বস্ত। তাই প্রমাণ দেখানোর দায়িত্ব রয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে বিবিসি তাদের প্রতিবেদনে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে। সংস্থার একজন মুখপাত্র বলেন, ‘আমরা যখন ভুল করি বা আমাদের প্রতিবেদনের পদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজন হয়, আমরা স্বচ্ছ থাকি।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে গাজা ও লেবাননের কিছু অংশে প্রবেশের সীমাবদ্ধতা অন্যতম।’
এর আগে, গত বছরের নভেম্বরে গাজার ওপর ইসরায়েলের হামলা শুরু হওয়ার এক মাস পর, যুক্তরাজ্যে কর্মরত আট সাংবাদিক আল জাজিরাকে একটি চিঠি পাঠান। চিঠিতে বিবিসি ‘নাগরিকদের প্রতি দ্বিমুখী ভূমিকা পালন করছে’ বলে দাবি করেছিলেন তারা।
এসবি/ওএফ