• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ জন রিমান্ডে

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার তিনজনের পাঁচ দিন করে রিমান্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ জন রিমান্ডে

খসরু-নাওমীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারে ভাইরাল ফোনালাপের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কুমিল্লার মিলহানুর রহমান নাওমীর বিরুদ্ধে গতকাল সোমবার বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সদস্যরা তিনজনকে আটক করেন। তারা হলো- মাহবুবুর রহমান আরমান (৩০),  আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। গতকাল সোমবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, মেমোরি কার্ডসহ ফেসবুক আইডির পাসওয়ার্ড ও গ্রুপসমূহ জব্দ করা হয়েছে। গ্রেফতার মাহবুবুর রহমান আরমান নিজেকে সাইবার অ্যানালিস্ট বলে পরিচয় দিয়েছে। সে সাইবার মাহবুব নামেও পরিচিত। সাইবার সেবা দানের কথা বলে ঋরমযঃ ঋড়ৎ ঝঁৎারাড়ৎং জরমযঃ : ঋঝজ নামে একটি গ্রুপ খোলে মাহবুব। এ ছাড়াও সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন নিজেদের ফেসবুক আইডি ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটিয়েছে।

নাজমুল ইসলাম আরো জানান, গ্রেফতার তিনজন বিভিন্ন সময় ফেসবুক লাইভ ও পোস্টসহ নানা কন্টেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রেখেছে বলে তদন্তে জানা গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল উদ্দেশ্য জানা যাবে।

শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তাদের বিরুদ্ধে গত ২ আগস্ট রাজধানীর রমনা থানায় একটি মামলা করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গ্রেফতার তিনজনকে রমনা থানার সাইবার আইনে দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারে ফোনালাপের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কুমিল্লার মিলহানুর রহমান নাওমীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

এর আগে গত রোববার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রাম থেকে নাওমীকে আটক করে ডিবি পুলিশ। আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে গত শনিবার রাত পৌনে ১১টায় সিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দস্তগীর জাকারিয়া।

অপরদিকে ফেসবুকে লাইভ ভিডিওতে গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ৪ দিনের রিমান্ডে রয়েছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads