Logo

আইন ও বিচার

ইশরাককে শপথ না পড়াতে রিটের শুনানি দুপুরে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:০১

ইশরাককে শপথ না পড়াতে রিটের শুনানি দুপুরে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি হবে আজ।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।

এর আগে, গত বুধবার রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।

রিটে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনার পাশাপাশি তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ মার্চ নির্বাচন নিয়ে দেওয়া রায়ে প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরে ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এদিকে, শপথ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ইশরাক সমর্থকরা। কয়েকদিন ধরেই তারা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন। গতকাল সোমবার তারা নগর ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

আজও নগর ভবন ঘিরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শপথ অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা থাকায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাইকোর্টের আজকের শুনানিতে কী নির্দেশনা আসে, সে দিকেই তাকিয়ে আছেন রাজনৈতিক মহল।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর