ভাড়া নিয়ে বসচা
হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২৩:৪৬

গাজীপুরের শ্রীপুরে বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীবাহী তাকওয়া বাসের হেলপারের ধাক্কায় চলন্ত বাস থেকে পড়ে রিটন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গাজীপুরের সদর উপজেলার সিরিরচালা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, বেশি ভাড়া চাওয়া নিয়ে তাকওয়া বাসের হেলপারের সাথে কথা কাটাকাটি হয় লিটন মিয়ার। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকওয়া পরিবহনের বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় পৌঁছালে হেলপারের ধাক্কায় চলন্ত বাস থেকে সড়কে পড়ে যায় ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট আরিফ বলেন, বাসের হেলপারের সঙ্গে লিটন মিয়ার বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে চলন্ত বাস থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- ওএফ