Logo

আন্তর্জাতিক

পাকিস্তান একটি দায়িত্বশীল দেশ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:৫৮

পাকিস্তান একটি দায়িত্বশীল দেশ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি : জিও নিউজ উর্দু

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় যেন নতুন করে উত্তেজনা না ছড়ায়; সেই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল দেশ। আমরা আশা করি, তারা এই ঘটনার তদন্তে সহযোগিতা করবে এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে।

এদিকে, এই হামলার তদন্তের জন্য জাতিসংঘের অধীনে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তবে ভারত এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা নিরসনে যুক্তরাষ্ট্র উভয় দেশকেই দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা করতে হলে উত্তেজনাকর প্রতিক্রিয়া নয়, বরং কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে পদক্ষেপ নিতে হবে।

সূত্র : জিও নিউজ উর্দু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর