• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘গান নিয়েই সারা জীবন থাকতে চাই’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

চলমান সময়ের ব্যস্ততম তরুণ কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি। তবে চ্যানেল আই ক্ষুদে গানরাজ হিসেবেই বেশি পরিচিত তিনি। ২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজে’র মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে তার। তারপর খুব কম বয়সে ও কম সময়ে গায়িকা হিসেবে সবার হূদয়ে জায়গা করে নিয়েছেন। গানের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে গত সপ্তাহে সংগীতশিল্পী সন্ধির নিকেতনের স্টুডিওতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গানে কণ্ঠ দেন পড়শি। গানের শিরোনাম ‘আপনার চেয়ে আপন যে জন’। এর সংগীতায়োজনে সন্ধি।

এই গান প্রসঙ্গে পড়শি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। কণ্ঠ দিয়েছি। এখন সংগীতায়োজনের কাজ চলছে। গানের কাজ সম্পন্ন হওয়ার পর গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এরপর প্রকাশকাল চূড়ান্ত করব।’

এর আগে ২০১৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণও যাহা চায়’ শিরোনামের গানটি প্রকাশ করেছিলেন পড়শি। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিশ্বকবির পর জাতীয় কবির গানটি করতে উৎসাহী হলেন এই গায়িকা।

পড়াশোনা আর গান— এ নিয়েই কেটে যাচ্ছে পড়শির চলমান সময়। এ মাসেই বেশ কিছু স্টেজ কনসার্টও রয়েছে। ক্যারিয়ারে নিজের প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়ে পড়শি বলেন, ‘ভক্তদের ভালোবাসাই আমার সব প্রাপ্তি। তবে এই প্রাপ্তির পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মা আর ভাইয়ের। তারাই আমাকে হাতে ধরে ধরে যেন শিখিয়েছেন। তবে যখন আমি স্টেজে উঠি গান করার জন্য, তখন দর্শকের আবেগ কতটা যে ভালো লাগে তা বলে বোঝাতে পারব না। তারা আমাকে এত অল্পসময়ে আপন করে নিয়েছেন, এর চেয়ে আর কী প্রাপ্তি থাকতে পারে! আমার অপ্রাপ্তির তেমন কিছুই নেই। আমি সবার থেকে ছোট- এ জন্যই সবার আদরেই থাকি। কিন্তু একটি বিষয়ে খুব খারাপ লাগে। সামনে এসে কিছু না বলে পেছনে নানা ধরনের কথা বলা।’

বর্তমানে ভাইরাল নিয়ে সবাই মাতামাতি করলেও বিষয়টি নিয়ে একেবারেই ভাবেন না পড়শি। তিনি মনে করেন তার ভাইরাল হওয়ার দরকার নেই। পড়শি বলেন, ‘আমাকে আমার কণ্ঠ দিয়েই সবাই চেনেন ও জানেন। সেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের চিন্তাও করি না। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেহেতু অনেক ভেবেচিন্তেই কাজ করতে হয়। আমি বিশ্বাস করি, এখনো শ্রোতাপ্রিয়রা আমার কণ্ঠকেই ভালোবাসেন। আমাদের এই জায়গাটা খুবই ছোট। আমরা সবাই একটি পরিবারের মতো। এখানে যে যেমন করে আসবে সে তেমন করেই চলেও যাবে। আমি মনে করি, শুধু ভাইরাল হলেই হবে না। তাকে সেই জায়গাটি ধরেও রাখতে হবে।’

গানের পাশাপাশি অভিনয়ও করেছেন এ তারকা। তবে অভিনয় শখের বসে করেন বলে জানান পড়শি। তিনি বলেন, ‘আমি আসলে গায়িকা, নায়িকা নই। তাই আমি গান নিয়েই থাকতে চাই। যে কয়েকটি করেছি সেগুলো খুব কাছের মানুষের অনুরোধে করেছি। আমি একটি সিনেমায় কাজ করেছিলাম— ছবির নাম ‘মেন্টাল’। এই ছবির নায়ক চিত্রনায়ক শাকিব খান। এ ছাড়া কয়েকটি নাটকেও কাজ করেছিলাম। আসলে সেগুলো ছিল মূলত শখের বসে। এ তবে অভিনয়ের বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। ভালোবাসা দিবসের একটি নাটকেও অভিনয় করার কথা ছিল। স্টেজ শোর ব্যস্ততার কারণে করা হয়নি।’

খুব ছোটবেলা থেকেই গান ভালোবাসেন পড়শি। গান নিয়েই থাকতে চান। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পড়শি বলেন, ‘গান নিয়েই সারা জীবন থাকতে চাই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads