• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

দেশে দেশে অবনী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৯

চলতি মাসের শুরুতেই আমেরিকার লাসভেগাসে মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ ভূষিত হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুনজারিন অবনী। এর আগে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মুনজারিন অবনী ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব লাভ করেন। আর এই খেতাবের মুকুট মাথায় নিয়েই অবনী চলতি মাসের শুরুতে আমেরিকাতে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডে’ ভূষিত হন।

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের জন্য ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন বিধায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ অবনীকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। আনন্দের খবর হচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের হয়ে বিশ্বের ১২টিরও বেশি দেশে একজন অ্যাম্বাসেডর হয়ে সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের জন্য কাজ করবেন। এরই মধ্যে ঢাকায় ফেরার পথে এই অর্গানাইজেশনের হয়ে অবনী নিউইয়র্কে কাজ করেছেন। নতুন বছরের শুরুতে তিনি কানাডা, আমেরিকা, লন্ডনে যাবেন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে।

একটি বিশ্বসমাদৃত সংগঠনের হয়ে দেশে দেশে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা প্রসঙ্গে অবনী বলেন, ‘আমার সৌভাগ্য যে প্রথমবার বাংলাদেশ থেকে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। নিজের মাতৃভূমিকে বিশ্বের দরবারে আরো একটু মাথা উঁচু করে দাঁড় করাতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি, এটাই অনেক অনেক আনন্দের বিষয়। এই আনন্দ বা ভালো লাগা আসলে ব্যাখা করে বোঝানো সম্ভব নয়। আরো ভালো লাগার বিষয় হচ্ছে মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের হয়ে আগামী একটি বছর আমি সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের জন্য কাজ করতে পারব। আমার ওপর এই দায়িত্ব অর্পিত হওয়ায় আমি ভীষণ খুশি। অনেক আগে থেকেই আমি সুবিধাবিঞ্চতদের জন্য নিবেদিত হয়ে কাজ করছি। এই অর্গানাইজেশন থেকে দায়িত্ব দেওয়ায় যেন আমি আরো বেশি সিরিয়াস হয়ে উঠেছি আগের চেয়ে। আশা করছি সবার সহযোগিতা পাব আমি।’

মুনজারিন অবনীর আগ্রহ রয়েছে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার। এরই মধ্যে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। কিন্তু তার ভাষ্যমতে অভিনয় সম্পর্কে বিষদ না জেনে, অভিনয় না শিখে অভিনয় করা ঠিক না। তাই আপাতত চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা নেই। আগামী দিনে অবনী নাচ নিয়েও বিশেষভাবে কাজ করতে চান। বাংলাদেশ ললিতকলা একাডেমি থেকে পাঁচ বছরের নাচের কোর্স শেষে তিনি নাচ শিখেছেন তাবাসসুম আহমেদ ও আমিরুল মনির কাছে। নাচে তার আদর্শ ভারতের বিরজু মহারাজের কাছে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অবনী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads