Logo

আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক : রিপাবলিকান সিনেটর মার্কোস্কি নিন্দা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০১

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক : রিপাবলিকান সিনেটর মার্কোস্কি নিন্দা

শুক্রবার ওভাল অফিসে হওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বৈঠক নিয়ে কঠোর ভাষায় ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছেন আলাস্কা রাজ্যের রিপাবলিকান সিনেটর লিসা মার্কোস্কি।

শুক্রবার আমেরিকান গণমাধ্যমে সম্প্রচারিত বৈঠকটি নিয়ে শনিবার এক্স-এ (সাবেক টুইটার) মার্কোস্কি লিখেছেন, এ সপ্তাহের শুরুতে প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করতেই রাজি হননি যে রাশিয়াই শুরুতে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিল। আর সপ্তাহ শেষ হচ্ছে ওভাল অফিসে এক উত্তেজনাপূর্ণ, চমকপ্রদ কথোপকথনের মধ্য দিয়ে। সেখানে হোয়াইটহাউস থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা হয়তো ইউক্রেনের প্রতি সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও লিখেছেন, আমি জানি পররাষ্ট্রনীতি দুর্বল মনের মানুষদের জন্য নয়, কিন্তু বর্তমানে আমাদের মিত্রদের ছেড়ে দিয়ে এবং বিশ্বজুড়ে গণতন্ত্র ও মার্কিন মূল্যবোধের জন্য হুমকি হিসেবে পরিচিত পুতিনকে আলিঙ্গন করতে দেখে আমি প্রচণ্ড অসুস্থ বোধ করছি।

মার্কোস্কির এ অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিনি একজন রিপাবলিকান। তার মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বহু বিদেশি নেতার বক্তব্যের সঙ্গে মিলে যায়। যারা ওই বৈঠকটিকে আমেরিকার ঐতিহ্যবাহী গণতন্ত্র রক্ষার মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রতীক হিসেবে দেখছেন।

বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে আক্রমণ করেন এবং অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সহায়তার জন্য তিনি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। যদিও জেলেনস্কি এর আগে ফেব্রুয়ারির শুরুতে এক্স-এ পোস্ট দিয়ে নতুন মার্কিন প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে পূর্ব ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতির প্রশংসা করেছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার শান্তি আলোচনায় জেলেনস্কিকে বাদ দিয়েছেন। দাবি করেছেন যে জেলেনস্কির হাতে কোনো কার্যকর কৌশল নেই এবং চলমান সংঘাতের কোনো সমাধান তিনি দিতে পারবেন না।

শুক্রবারের ঘটনার পর রিপাবলিকান প্রশাসন আবারও ইউক্রেনের জনগণকে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছে যা তারা মনে করে দেশের অভ্যন্তরীণ সহিংসতা কমাতে সাহায্য করবে।

বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিন্দা জানিয়ে আনা একটি প্রস্তাবে ‘না’ ভোট দেয়। এ সিদ্ধান্তটি মার্কিন ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরির একটি সূক্ষ্ম ইঙ্গিত এবং একই সঙ্গে রাশিয়া, বেলারুশ ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার ইঙ্গিত বহন করে কারণ তারাও ওই প্রস্তাবে ‘না’ ভোট দিয়েছিল।

ইমা/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর