জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:০৭

ছবি : বাংলাদেশের খবর
জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (০২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।
এ সময় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।
পরে দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ -এ প্রতিপাদ্য নিয়ে সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিবছর ২ মার্চ এ দিবসটি পালন করা হয়।
এসআইবি/এমবি