Logo

জাতীয়

১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৪৮

১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি নৃশংসভাবে খুন হন। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১১৬ বার পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ।

রোববার (২ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) প্রতিবেদন জমা না দেয়নি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম আগামী ১৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করলে প্রথমে থানা পুলিশ এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। তবে রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র‍্যাবকে মামলার তদন্তভার দেওয়া হয়।

এ ঘটনায় রুনির বন্ধু তানভীর রহমানসহ ৮ জন আসামি রয়েছেন। বাকিরা হলেন-বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের একাধিকবার রিমান্ডে নিলেও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

হত্যাকাণ্ডের ১২ বছর পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‍্যাব। এটি এখন পর্যন্ত ১১৬ বার পিছিয়েছে, যা ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর