ইবির পরিবহন প্রশাসকের পদ থেকে উপউপাচার্যের পদত্যাগ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৪:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বুধবার (৫ মার্চ) দুপুরে তিনি নিজেই বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি আনুমানিক চার মাস আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি। এ পদে দায়িত্ব পালনে আমার কোনো স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এ দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবেও বহুবার জানিয়েছি যে, আমি এ দায়িত্ব পালন করতে আগ্রহী নই।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি অনেক আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করতে চেয়েছি। কিন্তু উপাচার্য নিজের স্বার্থে আমাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। এখানে আমার কোনো স্বার্থ নেই।
এর আগে মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এরপরই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
মাসুম শাহরিয়ার/এমবি