Logo

বিনোদন

দেহদানের সিদ্ধান্ত বদল, ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৫:৪৮

দেহদানের সিদ্ধান্ত বদল, ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

পাঁচ বছর আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সেই সময় অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন জনপ্রিয় এই গায়ক। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি। আর তার দেহ যেন ইসলামি রীতিতে কলকাতায় দাফন করা হয়।

বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

সুমনের ইচ্ছে, ইসলামি রীতিতে যেন কলকাতার মাটিতে তার দাফনকার্য সম্পন্ন হয়। গায়কের কথায়, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামি রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

সবশেষে কবীর সুমন লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীতের জগতে আত্মপ্রকাশ করেন কবীর সুমন। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। গেল কয়েক বছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন এই শিল্পী।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর