Logo

আন্তর্জাতিক

জেলেনস্কির চিঠির প্রশংসা করে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:৪৩

জেলেনস্কির চিঠির প্রশংসা করে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে, ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে, রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।

কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চিঠি পড়িয়ে শোনান। এ সময় তিনি বলেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে।

‘এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি,’ বলেন তিনি।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সাথে বসছে’।

তিনি মনে করিয়ে দেন যে, রাশিয়ার সাথে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে।

ওদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলা বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

‘সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে,’ টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন তিনি।

এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে। সূত্র : বিবিসি

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর