• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

বিদেশ

নার্ভ গ্যাসের উৎস নিশ্চিত করতে পারেনি ব্রিটেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৮

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর চালানো নার্ভ গ্যাস রাশিয়ার কিনা তা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ সেনাবাহিনীর গবেষণাগার। মঙ্গলবার ডিফেন্স সায়ান্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির প্রধান গ্যারি এইটকেনহেড স্কাই নিউজকে জানান, আমরা এখনো ওই বিষের সুনির্দিষ্ট উৎস খুঁজে পাইনি।

তিনি আরো বলেন, আমরা সরকারকে কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছিলাম। তারাই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত টুকরো খবর সংযুক্ত করে নিশ্চিত হয়েছে বিষয়টি কোথা থেকে এসেছে। এই বিষ কোথায় তৈরি হয়েছে তা বের করা আমাদের কাজ নয়।

মার্চ মাসের ৪ তারিখের নার্ভ গ্যাস হামলার অভিযোগে ইতোমধ্যে ব্রিটেন রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে। এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, খুব সম্ভবত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছিল। গত সপ্তাহেই ব্রিটিশ তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সের্গেই স্ক্রিপালের বাড়ির মূল দরজা দিয়েই নার্ভ গ্যাস প্রয়োগ করা হয়েছিল। যদিও এর আগে যুক্তরাজ্য দাবি করেছিল, সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে পার্কের বেঞ্চে থাকা অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। রাশিয়ার সরকার ঘটনার শুরু থেকেই বিষ প্রয়োগের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে রাশিয়ার সঙ্গে গতকাল বুধবার বৈঠকে বসছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরোধক সংস্থা। যুক্তরাজ্যে দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক হামলার তদন্ত করছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় বুধবার নেদারল্যান্ডসের হেগে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

রাসায়নিক অস্ত্র নিরোধক সংস্থার (ওপিসিডব্লিউ) মহাপরিচালকের পক্ষ থেকে সংস্থাটির ওয়েবসাইটে মঙ্গলবার এ বিষয়ক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তার অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে সংস্থাটির প্রধান কার্যালয়ে বুধবার সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রুদ্ধদ্বার এ বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমে কিছু প্রকাশ করেনি।

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগের তদন্ত করছে বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা ওপিসিডব্লিউ। স্পর্শকাতর ওই ঘটনা তদন্তের জন্য ওপিসিডব্লিউ মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ব্রিটেন। তিনিই মূলত ঘটনাটি তদন্ত করবেন।

উল্লেখ্য, রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত দ্বৈত গুপ্তচর হিসেবে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক কূটনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ৪ মার্চ স্যালবারিতে স্ক্রিপাল ও তার মেয়ের ওপর চালানো নার্ভ গ্যাস হামলায় পর থেকে। এ ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে দেশটির প্রায় ১৫০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ২৪টি দেশ। রাশিয়ার তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads