Logo

আবহাওয়া

ঢাকা আশপাশের যেসব এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:৩৪

ঢাকা আশপাশের যেসব এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে

ছবি : সংগৃহীত

গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকায় কখনো হালকা, কখনো ভারী বৃষ্টি হতে দেখা গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই ধারা চলতে পারে অন্তত আজ সন্ধ্যা পর্যন্ত।

শুক্রবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

এছাড়া, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

এদিকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আগামীকালের আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর