
ছবি : বাংলাদেশের খবর
ঢাকায় সকাল থেকেই আকাশ মেঘলা। দিনের প্রথম অংশে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ফলে গরমের তীব্রতা আগেরচেয়ে কিছুটা কমতে পারে।
শনিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, আজ দিনের প্রথম অংশে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
এদিকে, শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে, আজ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে সামনের সপ্তাহ জুড়ে সারাদেশেই বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, তাই আগামী ক’দিন বজ্রসহ বৃষ্টির পাশাপাশি নদীবন্দরগুলোতেও একাধিকবার সতর্কতা জারি হতে পারে।
- ডিআর/এটিআর