
রাজধানী ঢাকাসহ দেশের ৪টি বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর জন্য বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সেখানে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- এটিআর