Logo

আবহাওয়া

বৃষ্টিতে স্থবির রাজধানীর সকাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৫৪

বৃষ্টিতে স্থবির রাজধানীর সকাল

ছবি : সংগৃহীত

দেশে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) ভোর থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষজন। বিভিন্ন সড়কে পানি জমায় বাসা থেকে ঠিকমতো বের হতে পারছেন না তারা।

এর আগে বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর