Logo

আবহাওয়া

১৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:২৬

১৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় ৬০ সর্বোচ্চ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কতায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, এই সময়ে নদী পথে চলাচলে সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় পূর্বাভাসের প্রতি নজর রাখার।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আগামীকালের আবহাওয়া আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর