Logo

আবহাওয়া

ঢাকায় বাড়তে পারে গরমে, হতে পারে বজ্রসহ বৃষ্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:২০

ঢাকায় বাড়তে পারে গরমে, হতে পারে বজ্রসহ বৃষ্টি

প্রতীকী ছবি

ঢাকাসহ আশপাশের অঞ্চলে আজ গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে (সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য) দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সকাল ৯টার মধ্যে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে গরম ও বৃষ্টির মিশ্র অনুভূতি থেকেই যাবে রাজধানী ও আশপাশের এলাকায়।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর