
ছবি : বাংলাদেশের খবর
রাজধানী ঢাকার বাতাসের মান আজ স্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ৫০, যা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। এই স্কোরে বিশ্ব দূষিত শহরের তালিকায় ৭৫তম স্থানে নেমে এসেছে ঢাকা।
গতকাল রাতে থেমে থেমে বৃষ্টির পর সকালে রোদ উঠতেই শহরজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়। ফলে কর্মজীবী মানুষজন স্বাস্থ্যঝুঁকি ছাড়াই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।
বিশেষজ্ঞরা জানান, বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান তুলনামূলক ভালো থাকে, তবে বছরের অন্য সময় প্রায়ই বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকার প্রথম দিকে থাকে রাজধানী।
আজ দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকার চেয়ে বেশি বায়ুদূষণ রয়েছে ভারতের দিল্লি (একিউআই ১২২, ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’) এবং পাকিস্তানের লাহোরে (একিউআই ৯০, ‘মাঝারি’)। বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা (একিউআই ১৯৬), দ্বিতীয় স্থানে সৌদি আরবের রিয়াদ (১৬০) এবং তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮)।
একিউআই সূচক অনুযায়ী, স্কোর ৫০-এর নিচে ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’, ১০১-১৫০ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— পিএম১০ ও পিএম২.৫ বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
ডিআর/এমএইচএস