Logo

আবহাওয়া

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফার দেওয়া এক বার্তায় বলা হয়েছে, দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ড অক্ষাংশ ২২.৯৫° উত্তর, দ্রাঘিমা ৮৯.১৩° পূর্ব (মনিরামপুর, যশোর) এর উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরত্ব ১৫৭ কিলোমিটার। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘এটি নিম্নমাত্রার ভূমিকম্প। মনিরামপুরে ছিল এর উৎপত্তিস্থল।’  

দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল ২১ সেপ্টেম্বর। সেদিন সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪।

এর এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাও। ভারত মিয়ানমার, নেপাল ও ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।  

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর