Logo

আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘন ঘন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:১২

বঙ্গোপসাগরে ঘন ঘন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রতীকী ছবি

আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু’টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে।

অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় সারাদেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নিতে পারে। বর্ষা বিদায়ের এ সময় দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-১০°সে.) বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি আগামীকালের আবহাওয়া আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর