বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টিসহ ভারী বর্ষণের শঙ্কা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:৩১

ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। বর্তমানে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজ বুধবারের (১ অক্টোবর) পূর্বাভাস
আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী ৪ দিনের পূর্বাভাস
২ অক্টোবর (বৃহস্পতিবার): অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ।
৩ অক্টোবর (শুক্রবার): রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে অধিকাংশ জায়গায় বৃষ্টি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটেও অনেক জায়গায় বৃষ্টি।
৪ অক্টোবর (শনিবার): বৃষ্টি অব্যাহত থাকবে; রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে বেশি।
৫ অক্টোবর (রোববার): রংপুরে বেশি, অন্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বর্ষণের প্রবণতা কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।