নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, থাকবে কত দিন?
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৭
সাগরে এখনো গভীর নিম্নচাপ বিরাজ করছে। এর প্রভাবে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৩ থেকে ৪ দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীতে যানবাহনের চাপ কম থাকলেও আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে সাধারণ জনগণকে অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
ডিআর/এমএইচএস


