Logo

আবহাওয়া

বজ্রসহ বৃষ্টি ও ভ্যাপসা আবহাওয়ার আভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:১২

বজ্রসহ বৃষ্টি ও ভ্যাপসা আবহাওয়ার আভাস

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও কিছুটা ভ্যাপসা ভাব বিরাজ করতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। 

ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের সর্বোচ্চ ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় সামান্য কম।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে বৃষ্টিপাত ও ভ্যাপসা আবহাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর