Logo

আবহাওয়া

ঢাকা ও আশপাশে যেকোনো সময় হতে পারে বৃষ্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:০২

ঢাকা ও আশপাশে যেকোনো সময় হতে পারে বৃষ্টি

রোববার সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে দিনের যেকোনো সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ অক্টোবর) সকাল ৭টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

দেশের সামগ্রিক আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ফলে গত কয়েক দিনের মতো আজও বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বেশিরভাগ সময় বৃষ্টি হয়। কিন্তু সারা দেশের ওপর এখন মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। আর বঙ্গোপসাগরের ওপর এটি দুর্বল অবস্থায় আছে। এ মৌসুমি বায়ু ১৫ অক্টোবর নাগাদ বিদায় নিতে পারে। এ কারণে বৃষ্টির মাত্রা কমে আসায় দেশের আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর