ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২১:৫৬
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কম, কোথাও বেশি—এই সময়জুড়ে বৃষ্টি হতে পারে দেশের অধিকাংশ অঞ্চলে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে এবং বুধবার থেকে এর পরিমাণ আরও বাড়বে।
আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাত হানবে অন্ধ্রপ্রদেশে। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে দুর্বল হলে এর প্রভাব বাংলাদেশেও পড়বে। তখন সারাদেশে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।’
এআরএস

