Logo

আবহাওয়া

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৬

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা

প্রতীকী ছবি

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটির তথ্যানুযায়ী, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও আশেপাশের কিছু স্থানে বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকস্মিক ঝড়ো হাওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। তবে এটি সকল স্থানে নয়।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দারা আপাতত রোদ দেখে বিচলিত হবেন না। কারণ এই অঞ্চলে ইতোমধ্যেই ভারী বৃষ্টির জন্য মেঘ তৈরি হতে শুরু করেছে।

শুক্রবার দুপুরের পর থেকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। আপডেট অনুযায়ী, রংপুর বিভাগের উত্তর-পশ্চিম জেলাগুলো থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ধীরে ধীরে তা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অন্যান্য এলাকায় প্রভাব ফেলতে পারে। তবে দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে সাময়িক রোদ থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই বৃষ্টির প্রভাব কম থাকতে পারে। মূলত চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ২ ও ৩ নভেম্বরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি।

বিডব্লিউওটি জনগণকে সতর্ক করে জানিয়েছে, বজ্রবৃষ্টির সময়ে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়াই নিরাপদ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আগামীকালের আবহাওয়া আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর