ছবি : সংগৃহীত
দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, অন্তত আগামী এক সপ্তাহ আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী কিছুদিন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ১৬ বা ১৭ নভেম্বর পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’
গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।
- এমআই

