বাংলাদেশের উপকূলে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৯:১২
প্রতীকী ছবি
বাংলাদেশের উপকূলে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সাগরে সৃষ্ট একটি লঘুচাপ আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো।
শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে এটি ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করে নিম্নচাপে পরিণত হতে পারে।
সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২৫-২৭ নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হবে ‘সেনিয়ার’। ২৮-২৯ নভেম্বরের মধ্যে ঝড়টি আরও শক্তিশালী হয়ে মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, পরিবেশ অনুকূলে থাকলে ঝড়ের গতিপথ উত্তর বা উত্তর-পূর্ব দিকে মোড় নিতে পারে।
সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১-২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের কোনো অংশে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি পুরোপুরি সংগঠিত হওয়ার আগে আঘাতের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব নয়। আরও কয়েক দিন পর্যবেক্ষণের পর নির্ভুল ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিডব্লিউওটির মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে ৩০ নভেম্বর বা ১ ডিসেম্বর থেকে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা দুই থেকে তিন দিন স্থায়ী থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি ও অবস্থানের ওপর ভিত্তি করে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।
এমএইচএস

