রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনজুড়ে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।
এমবি

