ঢাকায় আকাশ পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (১৭ ডিসেম্বর) আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই অবস্থা থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা চিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাংলাদেশেরও শীতের মৌসুমে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঘন কুয়াশা ও শীত প্রবাহিত হওয়ার কথা থাকলেও এবার তা কম।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী এক সপ্তাহে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের লক্ষণ নেই। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে, তবে দিনের ও রাতের তাপমাত্রা বড়ভাবে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই।
উত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শীতের তীব্রতা এখনও সীমিত এবং চলতি বছর দীর্ঘমেয়াদি শীত পড়ার সম্ভাবনা কম। তবে জানুয়ারিতে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আজকে ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
এমএইচএস

