রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা। ছবি : বাংলাদেশের খবর
নতুন বছরের শুরুতেই হাড়কাঁপানো শীতে জবুথবু রাজধানী ঢাকা। রোববার ঢাকায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
অন্য এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, সোমবার (৫ জানুয়ারি) ভোর ৫টা থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।
এমবি

