Logo

আলোর মিছিল

শেষ বিকেলের গল্প

Icon

শাররিন আলম

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৮

শেষ বিকেলের গল্প

গাছের ডালে পাখি আছে বসে                       

আকাশেতে রংধনু।         

সবুজ মাঠে খেলছে বল   

ছোট্ট ছেলের দলগুলো। 

পাশের গাছেই ধরেছে আগুন 

আগুন ভেবে করো না ভুল 

আগুনের মতো ফুটেছে 

ওই কৃষ্ণচূড়া ফুল।               

সন্ধ্যা হলো, সূর্য গেল অস্ত 

পাখি গেল নীড়ে          

বিকেল যেন হলো শেষ 

আমার গল্প ঘিরে।


শ্রেণি : তৃতীয়

রোল : ৩      

শাখা- কাঠ মল্লিকা।  

শহীদ বীর উত্তম লে. আনোয়ার 

গার্লস কলেজ, ঢাকা। 

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর