গাছের ডালে পাখি আছে বসে
আকাশেতে রংধনু।
সবুজ মাঠে খেলছে বল
ছোট্ট ছেলের দলগুলো।
পাশের গাছেই ধরেছে আগুন
আগুন ভেবে করো না ভুল
আগুনের মতো ফুটেছে
ওই কৃষ্ণচূড়া ফুল।
সন্ধ্যা হলো, সূর্য গেল অস্ত
পাখি গেল নীড়ে
বিকেল যেন হলো শেষ
আমার গল্প ঘিরে।
শ্রেণি : তৃতীয়
রোল : ৩
শাখা- কাঠ মল্লিকা।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার
গার্লস কলেজ, ঢাকা।
বিকেপি/এনএ

