Logo

শিল্প-সংস্কৃতি

পাঠকনন্দিত হলো মিরাজ রহমানের ‘প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:০৭

পাঠকনন্দিত হলো মিরাজ রহমানের ‘প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)’

আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে নবিজি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রোডাক্টিভ জীবন কেমন ছিল— তা জানতে আগ্রহীদের জন্য মো. মিরাজ রহমানের ‘উসওয়াতুন হাসানাহ প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)’ বইটি এক অনন্য সংযোজন। 

ইসলামের মূল শিক্ষা, নবিজির আচার-আচরণ, সময় ব্যবস্থাপনা ও প্রাত্যহিক জীবনকে আধুনিক সময়ের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করার কারণে বইটি পাঠকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়েছে। এতে আরবি ১২ মাসের ফজিলত, সাহাবিদের করণীয় এবং নবিজির দৈনন্দিন জীবন বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নবিজির সময় ব্যবস্থাপনার আধুনিক বিশ্লেষণ। সময়কে আটটি প্রহরে ভাগ করে দেখানো হয়েছে— ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে নবিজি কী করতেন। এই অনন্য উপস্থাপনা বইটিকে অন্যান্য সিরাত গ্রন্থের তুলনায় স্বতন্ত্র করেছে।

বইটি ইতোমধ্যেই পাঠকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। লেখক মিরাজ রহমান ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, তার এই বইটি রকমারির অনলাইন বইমেলা প্রতিযোগিতা-২০২৫-এ ধর্মীয় ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন করেছে। 

পাঠকদের মতে, বইটি শুধু নবিজির জীবন জানার জন্য নয়; বরং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়ক। যারা সময় ব্যবস্থাপনা ও আত্মশুদ্ধিতে আগ্রহী, তাদের জন্য ‘প্রোডাক্টিভ মুহাম্মাদ’ হতে পারে একটি আদর্শ পাথেয়।

বইটি রকমারি ও প্রকাশনা প্রতিষ্ঠান সুলতানস’র পাশাপাশি এই দু’টি নাম্বারে ফোন করেও সরাসরি সংগ্রহ করা যাবে। 01810011125 ও 01810011126

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর