লেখক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকের জন্মদিন আজ

জীবনানন্দ প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৪

লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকের জন্মদিন আজ (১৩ এপ্রিল)। ১৯৫৪ সালের এই দিনে পাবনা সদর উপজেলার খোঁকড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধ, সাহিত্য, গবেষণা, সাংগঠনিক কার্যক্রম—সবখানে তাঁর উজ্জ্বল উপস্থিতি। দেশের প্রতি দায়িত্ববোধ এবং জাতির ইতিহাস রক্ষার গভীর দায়বোধ থেকেই তিনি আত্মনিয়োগ করেছেন কলমের সাধনায়। তার জীবনযাত্রা যেমন শৃঙ্খলাবদ্ধ, তেমনি তার লেখালেখির ধারা—নিরলস এবং জাতিগঠনমূলক।
জিয়াউল হক কেবল একজন লেখক নন, তিনি এক নিষ্ঠাবান ইতিহাস-সন্ধানী। ১৯৭১ সালে যুবক বয়সে দেশকে স্বাধীন করার লক্ষ্যে অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় তাঁর মতো হাজারো যোদ্ধার ত্যাগ ও সাহসিকতায়। পরবর্তীতে সরকারি চাকরি ও লেখালেখির মাধ্যমে গড়েছেন এক ব্যতিক্রমী জীবনের ছাপ।
জিয়াউল হকের লেখা বইয়ের তালিকা বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভ্রমণ এবং গবেষণাভিত্তিক লেখালেখিতে আত্মনিয়োগ করেছেন তিনি। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ‘শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা’ সিরিজ, যেখানে ৬ খণ্ডে মোট ৬০০ মুক্তিযোদ্ধার যুদ্ধদিনের ইতিহাস সংরক্ষিত হয়েছে। ‘গিরিঝরনা বাংলাদেশ’, ‘হার্ডিঞ্জ ব্রিজের ইতিহাস’ ও ‘বাংলাদেশের পাহাড়শুমারি’র মতো গবেষণাগ্রন্থের মধ্য দিয়ে আমাদের সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। পাশাপাশি কবিতাও লিখে চলেছেন নিয়মিত। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রক্তে ভেজা শার্ট’ ও ‘একাত্তরের পরি’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
দেশপ্রেম, সততা ও সাহিত্য সাধনার দুর্লভ সমন্বয় জিয়াউল হকের ব্যক্তিত্বকে দিয়েছে অনন্য উচ্চতা। দায়িত্ব পালন করে চলেছেন প্রগতিশীল সাহিত্য সংঘের সভাপতি হিসেবে।
লেখালেখি ও কাজের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও স্বীকৃতি—যার মধ্যে কলকাতার চোখ পত্রিকা থেকে ‘বিজয় স্মারক ১৪৩০’, অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার, জয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ স্মারক এবং পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের বিশেষ সম্মাননা উল্লেখযোগ্য।
জীবনের ৭১ ঊর্ধ্ব সময়ে এসেও একাত্তরের বীর সেনা জিয়াউল হক দিনরাত ব্যস্ত দেশের ভাবনায়।
তাঁর জন্মদিন উপলক্ষে আগামী ২৫ এপ্রিল প্রগতিশীল সাহিত্য সংঘ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের বরেণ্য লেখক ও বুদ্ধিজীবীদের জিয়াউল হককে নিবেদিত লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক প্রগতির বিশেষ সংখ্যা।
এমএইচএস