
কানাডার টরন্টোতে কবি সাহিদুল আলম টুকুর ‘কাকতালীয় স্পর্শ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় টরন্টোর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
টরন্টো ভিত্তিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এ প্রকাশন উৎসবে অংশ নেন, কবি দেলওয়ার এলাহী, শেখ শাহে নেওয়াজ, হিমাদ্রী রায়, মৈত্রেয়ী দেবী, মনিস রফিক ও কবি সাহিদ আলম টুকু।
এসময় বক্তারা প্রবাসে বয়ে চলা নিভৃতচারী কবির সৃজনশীল কাজ এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করে শোনান স্থানীয় আবৃত্তি শিল্পীরা।