Logo

শিল্প-সংস্কৃতি

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:১৬

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

পেরুর খ্যাতনামা সাহিত্যিক ও নোবেল পুরস্কারজয়ী মারিও বার্গাস ইয়োসা মৃত্যুবরণ করেছেন। রোববার (১৩ এপ্রিল) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার ছেলে আলভারো বার্গাস ইয়োসা পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ খবর নিশ্চিত করেছেন।

২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মারিও বার্গাস ইয়োসা। তার লেখায় সমাজের জটিল সম্পর্ক, ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তির সংগ্রাম জীবন্ত হয়ে উঠেছে। তিনি মূলত স্প্যানিশ ভাষায় লিখতেন, তবে তার বইগুলো বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে: দ্য টাইম অব দ্য হিরো (১৯৬৩), কনভারসেশন ইন দ্য ক্যাথেড্রাল (১৯৬৯), আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার (১৯৭৭), দ্য ওয়ার অব দ্য অ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড (১৯৮১)।

১৯৯০ সালে তিনি পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন, তবে আলবের্তো ফুজিমোরির কাছে পরাজিত হন। পরে তিনি স্পেনে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন।

তার মৃত্যুতে পেরুর রাষ্ট্রপতি ও বিভিন্ন সাহিত্য সংগঠন শোকপ্রকাশ করেছেন। তার পরিবার জানিয়েছে, তিনি একটি সুদীর্ঘ ও সৃষ্টিশীল জীবন কাটিয়েছেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর