Logo

শিল্প-সংস্কৃতি

বাজারে এল ‘আল্লাহর ৯৯ নাম’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:২৩

বাজারে এল ‘আল্লাহর ৯৯ নাম’

বইপিপাসু পাঠকদের জন্য নতুন ভাবনা ও অনুধাবনের বার্তা নিয়ে বাজারে এসেছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ—‘আল্লাহর ৯৯ নাম’। বইটি মহান আল্লাহ তায়ালার গুণাবলি ও সিফাতসমূহের অর্থ, তাৎপর্য ও তা জীবনে ধারণ করার নির্দেশনা নিয়ে রচিত।

গ্রন্থটিতে আল কোরআন ও সহিহ হাদিস থেকে যথাযথ রেফারেন্সের ভিত্তিতে আল্লাহর নামগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা পাঠককে গভীরভাবে ঈমান ও আমলের পথে অনুপ্রাণিত করবে। বিশেষ করে যারা আরবি ভাষা কম বোঝেন, তাদের জন্যও এ বইটি হতে পারে এক চমৎকার পথনির্দেশক।

বই সংশ্লিষ্টদের ভাষায়—‘আল্লাহর গুণাবলি শুধু মুসলমানদের জন্য নয়; বরং তা সকল মানবের জন্য একটি মহান বার্তা বহন করে। প্রতিটি মানুষের উচিত এসব গুণাবলি অনুধাবন করা এবং তা জীবন চলার পথে ধারণ করা। এভাবেই তা হতে পারে মানবজাতির মধ্যে ঐক্যের সেতুবন্ধন।’

বইটিতে স্রষ্টার গুণাবলি এবং তার আলোকে সত্য ও শাশ্বত মূল্যবোধের অনুসন্ধানকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা যায়, ‘আল্লাহর ৯৯ নাম’ বইটি জ্ঞানের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির এক সমৃদ্ধ সহচর।

এখনই মাত্র ২৫০ টাকা মূল্যে হোম ডেলিভারির সুবিধাসহ বইটি সংগ্রহ করা যাচ্ছে।

যোগাযোগ:

বুক পয়েন্ট, ৩৮/৩, বাংলা বাজার, ঢাকা।

📞 01712-290525 (ওয়াটসঅ্যাপ/ইমো)

📞 01926-680254 (ওয়াটসঅ্যাপ/ইমো)

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর