
ছবি : সংগৃহীত
‘জন্মই আমার আজন্ম পাপ’-পঙক্তিমালার লেখক কবি দাউদ হায়দার আর নেই। শনিবার (২৬ এপ্রিল) রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩।
কবির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হায়দার ও কবি আরিফ হায়দার।
এ ছাড়া কবির ভাতিজি (ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক) শাওন্তী হায়দার বলেন, স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চাচা মৃত্যুবরণ করেছেন।
দাউদ হায়দার ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাবনায় জন্মগ্রহণ করেন। একাধারে কবি, লেখক এবং সাংবাদিক হিসেবে তিনি পরিচিত। তার কবিতার মধ্যে মানুষের সংগ্রাম এবং শোষিত সমাজের কষ্টের চিত্র ফুটে উঠেছে।
১৯৭৪ সালে তার কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং আন্দোলন শুরু হলে ১১ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়।
১৯৭৪ সালের ২০ মে মুক্তি পাওয়ার পর তাকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতায় পাঠানো হয়। এরপর ১৯৮৭ সালে তিনি জার্মানিতে চলে যান এবং সেখানেই আমৃত্যু বসবাস করেন।