
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্র জয়ন্তী ১৪৩২’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যনাট্যের পরিবেশনা। পরিবেশনায় অংশ নেবেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া রবি ঠাকুরের প্রগতিশীল ভাবনা ও মানবিক দর্শনের ওপর আলোচনা করবেন উদীচী নেতৃবৃন্দ।
সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
- এটিআর