
অনুষ্ঠানে নসিহত পেশ করছেন সৃজনঘরের উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরি। ইনসেটে নতুন যুক্ত হওয়া সহযোগী সদস্য আব্দুল কাদির ফারূককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠনের দায়িত্বশীলরা | ছবি : বাংলাদেশের খবর
সিলেটের মননশীল তরুণদের সংগঠন ‘সৃজনঘর’ আয়োজিত ‘সৃজনঘর মিটআপ-২০২৫’ অনুষ্ঠিত। শুক্রবার (১৬ মে) সকালে নগরীর প্যারাডাইস ইন নাইওরপুলে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনঘরের সভাপতি হামমাদ রাগিব। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক এবং যুগ্ম সম্পাদক হাম্মাদ তামীম।
আয়োজনে দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন সৃজনঘরউপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি জিয়াউর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, অ্যাডভোকেট ফুরাহিম হুসাইন, পৃষ্ঠপোষক মাহফুজুল ইসলাম এবং স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীল ও মাওলানা ইনাম বিন সিদ্দিক।
এ দিন সংগঠনে নতুন যুক্ত হওয়া সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ২০২৫-২৬ সেশনের পরিকল্পনা ও প্রতিবেদন পেশ করা হয়। পাশাপাশি সৃজনঘরের এক দশকের কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে,সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সংস্কৃতি সম্পাদক শেখ এনাম, প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান, আবু সুফিয়ান নাসিম এবং লাবীব হুমায়দী।
সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির ফারূক, জুনাইদ শামসী, মাসরুর দাইয়ান, আশরাফ উদ্দীন শফি, ওয়ালী রাহমান, হুসাইন আল হাফিজ শাহরিয়ার হাসান, মুস্তাকিম আমিন, মনিরুল ইসলাম, আহমদ উসমান, আমিনুর রহমান হাসান, ইমরান রব্বানী, জুবাইর হাসান লোকমান, বশির ফয়ছল, ফারহানুল হক চৌধুরী, বুরহান উদ্দীন, মোহাম্মদ আলী শরীফ, মুমিনুল ইসলাম আতাউল্লাহ, যায়েদ রহমান ও আবিদুর রহমান খান।
- জামিল/আ.ফারূক/এটিআর