Logo

শিল্প-সংস্কৃতি

প্রকাশিত হলো খতমে নবুওয়াত বিষয়ক বই ‘নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:১৭

প্রকাশিত হলো খতমে নবুওয়াত বিষয়ক বই ‘নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ’

খতমে নবুওয়াত সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ‘নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ’ প্রকাশিত হয়েছে। ঈমান ও আকিদা বিষয়ক এ বইটিতে খতমে নবুওয়াত আকিদা অস্বীকারকারী বাংলাদেশের প্রসিদ্ধ একটি ঘরানার ভ্রান্ত মতাদর্শ ও তাদের বিশ্বাসগত কুফরি ব্যাখ্যার পাশাপাশি তাদের প্রতিষ্ঠাতার চারিত্রিক স্খলনও তুলে ধরা হয়েছে।

ইংল্যান্ডের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আল্লামা খালেদ মাহমুদ (রহ.)-এর মূল উর্দু গ্রন্থটির অনুবাদ করেছেন আমিরুল ইসলাম লুকমান। ৯৬ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারস্থ দারুল ফিকর (উমেদ প্রকাশ)।

পবিত্র কোরআনের আলোকে খতমে নবুওয়াতের আকিদা ও তা অস্বীকারকারীদের ঈমানবিধ্বংসী পরিণতি বইটিতে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। সহজ ভাষায় লেখা এই গ্রন্থটি সকল স্তরের পাঠকের ঈমান রক্ষায় সহায়ক হবে বলে প্রকাশক আশা প্রকাশ করেছেন।

বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এটি রকমারি ও ওয়াফিলাইফসহ অন্যান্য  অনলাইন শপে সহজে পাওয়া যাচ্ছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর