‘গতি’ থিয়েটারের ১৬ বছর পূর্তিতে রাঙামাটিতে বর্ণিল আয়োজন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:০৩
-68344a8353141.jpg)
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ বছরের নাট্যভ্রমণ উদযাপন করল পাহাড়ের অন্যতম নাট্যসংগঠন ‘গতি থিয়েটার’। বুধবার (২২ মে) রাঙামাটি শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব ও নাট্যামোদী দর্শকরা।
অনুষ্ঠানের শুরুতে গতি থিয়েটারের ১৬ বছরের পথচলা নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুনেল চাকমা, পরিচালক ক্ষুনৃসাই; অঞ্জুলিকা খীসা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব; শাওন ফরিদ, লেখক ও গবেষক; ওমর ফারুক, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটি; সুখেশ্বর চাকমা পল্টু, সাধারণ সম্পাদক, জুম ঈসথেটিক কাউন্সিল; রেজাউল করিম রেজা, পরিচালক, রাঙামাটি আর্ট একাডেমি; বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সভাপতি, তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা রাঙামাটি অঞ্চল; সানজিদা এলি, উদ্যোক্তা ও সংগঠক; রন্ত কুমার তঞ্চঙ্গ্যা, সভাপতি, তৈনগাঙ থিয়েটার।
গতি থিয়েটারের অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের প্রধান সম্পাদক তাহসিন রহমান। সভাপতিত্ব করেন গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ী।
শুভেচ্ছা বক্তব্যে অঞ্জুলিকা খীসা বলেন, “গতি’র গতিময়তা মুগ্ধ করেছে। এখানে না এলে জানতেই পারতাম না তাদের এত বিশাল কর্মযজ্ঞ।”
রুনেল চাকমা বলেন, ‘একটা দল ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে—এটা অনেক বড় ব্যাপার। গতি’র কর্মপরিধি সম্পর্কে চমৎকার ধারণা পেয়েছি তথ্যচিত্র দেখে।’
আয়োজনের একপর্যায়ে ‘গতি বন্ধুজন সম্মাননা’ দেওয়া হয় দুইজনকে— জন্মভূমি ট্যুরিজমের সত্তাধিকারী মাহফুজুল হক ও বাউলশিল্পী কে. এম. সাইফুল ইসলাম ইকো।
দ্বিতীয় পর্বে মঞ্চায়িত হয় গতি থিয়েটারের ১৩তম প্রযোজনা ‘বাজিকর’ নাটকের ৩০তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন আশিক সুমন; অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুন ও আশিক সুমন।
সমাপনী পর্বে পরিবেশিত হয় লালন কিংডম ব্যান্ডের শিল্পী ইকো’র বাউল সংগীত। সঙ্গে ছিলেন লিটন টোকন (ঢোল), মিঠু বর্মন, তাহসিন রহমান ও আশিক সুমন (পারকিউশন)। কারিগরি সহায়তায় ছিলেন পরান্তু চাকমা, সুশান্ত চাকমা, শশীরণ চাকমা ও বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দর্শকদের সক্রিয় উপস্থিতি ও আগ্রহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে মনি পাহাড়ী বলেন, ‘সকলের স্বতঃস্ফূর্ততা গতি থিয়েটারকে নতুন করে উজ্জীবিত করেছে। উদ্দীপনা জুগিয়েছে আরও দূর সৃষ্টির পথে হাঁটতে।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২২ মে যাত্রা শুরু করে গতি থিয়েটার। মানবিক বোধ জাগ্রত করার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত নাট্যচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।