রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারের জন্য উপন্যাস ও গল্পগ্রন্থ আহ্বান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৩:২২
-6870bbce6ac6f.jpg)
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছবি এআই দিয়ে তৈরি
‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য উপন্যাস ও গল্পগ্রন্থ আহ্বান করেছে বাংলা একাডেমি। ১৯৭৬ সাল বা তৎপরবর্তী সময়ে জন্মগ্রহণকারী এবং ২০২৪ সালে প্রকাশিত মৌলিক, মানসম্পন্ন উপন্যাস বা গল্পগ্রন্থের লেখকগণ এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।
আগ্রহী লেখকদের কাছ থেকে আগামী ২০ আগস্ট ২০২৫-এর মধ্যে বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগে মনোনয়ন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মনোনয়ন পাঠানোর সময় লেখকের বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত কপি এবং মোবাইল নম্বরসহ ৭ কপি গ্রন্থ জমা দিতে হবে।
উল্লেখ্য যৌথ গ্রন্থ গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র বাংলাদেশের লেখকরাই এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। প্রয়াত ব্যক্তির গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।