Logo

শিল্প-সংস্কৃতি

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারের জন্য উপন্যাস ও গল্পগ্রন্থ আহ্বান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৩:২২

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারের জন্য উপন্যাস ও গল্পগ্রন্থ আহ্বান

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছবি এআই দিয়ে তৈরি

‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য উপন্যাস ও গল্পগ্রন্থ আহ্বান করেছে বাংলা একাডেমি। ১৯৭৬ সাল বা তৎপরবর্তী সময়ে জন্মগ্রহণকারী এবং ২০২৪ সালে প্রকাশিত মৌলিক, মানসম্পন্ন উপন্যাস বা গল্পগ্রন্থের লেখকগণ এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে। 

আগ্রহী লেখকদের কাছ থেকে আগামী ২০ আগস্ট ২০২৫-এর মধ্যে বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগে মনোনয়ন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মনোনয়ন পাঠানোর সময় লেখকের বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত কপি এবং মোবাইল নম্বরসহ ৭ কপি গ্রন্থ জমা দিতে হবে।

উল্লেখ্য যৌথ গ্রন্থ গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র বাংলাদেশের লেখকরাই এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। প্রয়াত ব্যক্তির গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা একাডেমি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর