Logo

শিল্প-সংস্কৃতি

বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৫:০৪

বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

বাংলা সাহিত্যচর্চায় নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের তুলে ধরতে প্রথমবারের মতো ‘বইনামা লেখক পুরস্কার’ আয়োজন করছে বইনামা প্রকাশন। এ উপলক্ষে বাংলাদেশি লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।

যারা দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এখনো কোনো বই প্রকাশ করেননি, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট।

আয়োজনে অংশ নেওয়া যাবে শিশুসাহিত্য, কিশোর সাহিত্য, কথাসাহিত্য, কবিতা, অনুবাদ, আত্মজীবনী, প্রবন্ধ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার ও আত্মউন্নয়ন এবং ইসলামি সাহিত্য বিভাগে। প্রতিটি বিভাগ থেকে একজন করে মোট ১০ জন বিজয়ীর বই প্রকাশ করবে বইনামা প্রকাশন।

পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, বই এবং বিজয়ীদের জন্য সম্মাননা। পাশাপাশি নির্বাচিত ১০০টি পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের বিশেষ সুবিধাও পাবেন লেখকরা।

বইনামা’র সত্ত্বাধিকারী রাশেদুল হাসান বলেন, ‘নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই বাংলা সাহিত্যে ভবিষ্যতের আলো ছড়াতে সক্ষম লেখকদের সামনে নিয়ে আসতে।’

বয়স বা বিষয়বস্তুর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। তবে পাঠাতে হবে লেখকের প্রথম বইয়ের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি।

আগ্রহী লেখকরা তাদের পাণ্ডুলিপি পাঠাতে পারবেন এই ইমেইলে : boinamabd@gmail.com।

নির্বাচিত পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর