Logo

শিল্প-সংস্কৃতি

বর্ষায় ৩ সংস্থার সাংস্কৃতিক উৎসব : গান-কবিতা-চিত্রে সৃজনশীলতার মেলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:০৭

বর্ষায় ৩ সংস্থার সাংস্কৃতিক উৎসব : গান-কবিতা-চিত্রে সৃজনশীলতার মেলা

বর্ষার প্রেম, প্রতীক্ষা ও সৃষ্টিকে ঘিরে আয়োজন করা হয়েছে ‘বর্ষাবরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩২’। আরশিনগর, শিল্পপুরাণ ও বাংলাদেশের খবর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে রয়েছে গান, আবৃত্তি, চিঠি লেখা, চিত্রাঙ্কন ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা।

অনলাইনে অংশগ্রহণ ও নিবন্ধনের সময়সীমা ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত। এছাড়া, ২২ আগস্ট শুক্রবার উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরায় বাংলাদেশের খবর কার্যালয়ে।

অনলাইন প্রতিযোগিতায় চারটি বয়সভিত্তিক শাখায় অংশ নেওয়া যাবে আবৃত্তি, গান ও চিঠি লেখা বিষয়ে। প্রতিযোগীদের ভিডিও বা চিঠি ‘আরশিনগর মঞ্চ’ ফেসবুক গ্রুপে ‘#বর্ষাবরণ১৪৩২’ হ্যাশট্যাগসহ পোস্ট করতে হবে।

অফলাইনে সরাসরি অংশ নিতে পারবে ৩ থেকে ১৮ বছর বয়সীরা। এ আয়োজনে থাকবে চিত্রাঙ্কন ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা। তবে এ পর্বের নিবন্ধনও করতে হবে ১৪ আগস্ট ২০২৫-এর মধ্যে।

প্রতিযোগিতার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি বিষয়ের জন্য ১১০ টাকা। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের বিকাশ অথবা নগদে নির্ধারিত ফি পাঠাতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে (বা আরশিনগর : ঐতিহ্যের আধার ফেসবুক পেজের ইনবক্সে) নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা এবং টাকা পাঠানোর স্ক্রিনশট অথবা ট্রানজেকশনের শেষ চার ডিজিট পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

যোগাযোগ ও রেজিস্ট্রেশনের জন্য হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করা যাবে এই নম্বরে : ০১৮৭০২৫৮২৩৪। ফি পরিশোধের জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর : ০১৯৪৮০০৭৯৬০ এবং নগদ (পার্সোনাল) নম্বর : ০১৫৭৫৪২২৩৬৯।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি বিভাগ ও শাখায় সেরা অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার ও সনদপত্র।

বর্ষাকে কেন্দ্র করে এই উৎসব কেবল প্রতিযোগিতা নয়, বরং এক বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর