Logo

শিল্প-সংস্কৃতি

বাউল মেলা সাহিত্য গ্রুপের দশকপূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৪

বাউল মেলা সাহিত্য গ্রুপের দশকপূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান

বাউল মেলা সাহিত্য গ্রুপের দশকপূর্তি ও সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান। ছবি : সংগৃহীত

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাউল মেলা সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক, সংগীতশিল্পী ও বাচিকশিল্পীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক প্রবাসী বাউল মেলার চিফ এডমিন মো. আজিজুল হক ও বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ড. আবু রায়হান। এসময় মঞ্চে বক্তব্য রাখেন কাজী হাসান, আব্দুস সালাম, সাবরিনা খান, ফাইজুল ইসলাম, সাকিনা কাইউম, হেনা আক্তার ও মীর সালেহা প্রমুখ।

স্বাগত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘দশ বছরের পথচলায় আমাদের লক্ষ্য ছিল সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের জীবনের সঙ্গে মেলানো। আজকের এ পুরস্কার সেই স্বপ্নপূরণের স্বীকৃতি।’

প্রধান অতিথি মো. আজিজুল হক সাহিত্যকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, ‘তরুণদের সাহিত্যচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অনন্য।’

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

  • সেরা কবি : কবি আজাদ রায়হান ও কবি সুরমা আক্তার
  • সেরা উপন্যাসিক : এসএম রউফ শাহ
  • সেরা ছোটগল্পকার : ফাতেমা হোসেন
  • শিল্প ও সাহিত্য : আলী আশরাফ খান
  • সেরা আবৃত্তিকার : সাকিনা কাইউম
  • সেরা পাঠক : কাজী বোরহান
  • বাউল মেলা থিম সং-এর গীতিকার ও সংগীতশিল্পী : সাকিনা কাইউম
  • থিম সং-এর সুরকার ও সংগীতশিল্পী : এস. সময়

প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও বই দিয়ে সংবর্ধিত করা হয়।

শেষ পর্বে শিশুশিল্পীদের নৃত্য, কবিতা পাঠ ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। করতালির ধ্বনি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর