Logo

শিল্প-সংস্কৃতি

তপন বাগচীর ভাওয়াইয়া গাইলেন মীম উদাসী

Icon

জীবনানন্দশিল্প প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

তপন বাগচীর ভাওয়াইয়া গাইলেন মীম উদাসী

খ্যাতিমান গীতিকবি ড. তপন বাগচীর লেখা ভাওয়াইয়া গান গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মীম উদাসী। ‘ঢালুয়া খোঁপাত মনটা রে, মোর বান্ধা পড়ি আছে’— এই কথায় গানটিতে সুর দিয়েছেন কুড়িগ্রামের বিখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী পঞ্চানন রায়।

গীতিকবি তপন বাগচী বলেন, “একটি গবেষণার কাজে কয়েক মাস আমি কুড়িগ্রামের উলিপুরে ছিলাম। সেখানে সাধারণ মানুষের মুখের ভাষা শুনে অনেকটা আয়ত্তে চলে আসে। পরে সেই অভিজ্ঞতাকে ভাওয়াইয়া গানে প্রয়োগ করি। আর তাতেই সুর দিয়েছেন উলিপুরের শিল্পী পঞ্চানন রায়। তিনি গানটি রংপুর বেতারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিবেশন করেছেন। এবার সেটি মীম উদাসী তাদের ‘উদাস বাউল গান’ নামক চ্যানেলে প্রকাশ করেছেন।”

গানের সুরকার পঞ্চানন রায় জানান, ‘ড. তপন বাগচীর বেশ কয়েকটি গানে আমি সুর করেছি। রংপুর অঞ্চলের মানুষ না হয়েও যে তিনি এত সুন্দর ভাওয়াইয়া গান রচনা করেছেন, তা সত্যিই অনবদ্য। আমার আগের সুর করা গানটি মীম উদাসীর কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে।’

শিল্পী মীম উদাসী বলেন, ‘আমরা নিয়মিত গান করি এবং আমাদের চ্যানেলে আপলোড করি। গুণী গীতিকবি ড. তপন বাগচী যে আমাদেরকে তাঁর গান গাওয়ার সুযোগ দিয়েছেন, তাতে আমরা আনন্দিত। এর আগেও আমরা তাঁর লেখা চারটি গান গেয়েছি। কিন্তু এই গানটি একেবারেই আলাদা স্বাদের। আশা করি শ্রোতারা এটি সানন্দে গ্রহণ করবেন।’

গানে ঢোল বাজিয়েছেন বিদুৎ কুমার, ব্যাঞ্জো বাজিয়েছেন সোহান উদাস এবং মন্দিরা বাজিয়েছেন নূর ইসলাম। ভিডিও করেছেন খালিদ হাসান।

  • গানটি এখানে শুনতে ক্লিক করুন এখানে। 
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর